টাঙ্গাইলে বৃদ্ধকে হত্যার দায়ে ছেলেসহ চারজনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলের মির্জাপুরে এক বৃদ্ধকে খুনের দায়ে ছেলেসহ চারজনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
আজ রোববার দুপুরে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ফেরদৌস এ রায় দেন। তবে আসামিরা সবাই পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মির্জাপুর উপজেলার ভাংগুড়ি দক্ষিণপাড়া এলাকার নিহত আব্দুল আওয়ালের ছেলে আসাদুজ্জামান মিয়া (৪২)। অপর তিনজন হলেন উপজেলার মীর কুটিয়া গ্রামের জহিরুল ইসলাম, নাগরপুর উপজেলার ভারড়া গ্রামের লুকিমুদ্দিন (৪০) ও একই গ্রামের মান্নান (৪০)।
মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ৩০ জুলাই রাতে আসাদুজ্জামান মিয়া তাঁর তিন সহযোগীদের নিয়ে বাবা আব্দুল আওয়ালকে (৭০) গলা কেটে হত্যা করে। ঘটনার পরের দিন সকালে নিহতের বোন জুলেখা বেগম ভাগ্নিকে কলেজে নিয়ে যাওয়ার জন্য ভাইয়ের বাড়িতে আসেন। কিন্তু বাড়িতে কারো কোনো সাড়াশব্দ না পাওয়ায় ঘরের ভিতর গিয়ে ভাইয়ের গলা কাটা লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত ২০১৩ সালের ১ আগস্ট বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
মামলার পরই দুই আসামি পলাতক থাকেন। অপর দুই আসামি জামিনে আসার পর থেকেই পলাতক রয়েছেন। মামলার আরেক আসামির নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।