টাঙ্গাইলে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ আর এম সোলাইমান এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
আলোচকরা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন দর্শন ও রাজনীতির বর্ণাঢ্য আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোর্স শিক্ষক সৈয়দ ইরফানুল বারী।
আগামীকাল ১৭ নভেম্বর মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসুচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।