টাঙ্গাইলে মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে স্বামী-স্ত্রী ও মেয়ে নিহত
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের সাহেববাজার এলাকার আবদুল করিম, তাঁর স্ত্রী মাতোয়ারা বেগম ও মেয়ে কানিজ ফাতেমা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব হোসেন জানান, আজ সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এর ফলে মাইক্রোবাসে থাকা একই পরিবারের তিনজন নিহত হন। আহত দুজনকে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।