টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সেপটিক ট্যাংক থেকে চাঁন মিয়া (৪০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রাজিয়া বেগম ও হালিম নামের দুজনকে আটক করা হয়েছে।
নিহত চাঁন মিয়া উপজেলার এলেঙ্গা পৌর এলাকার বাঁশি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন চাঁন মিয়া। এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ সকালে বাড়ির লোকজন পচা দুর্গন্ধ পেয়ে বাড়ির পাশে সেপটিক ট্যাংকের কাছে গিয়ে ভেতরে মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ সেখান থেকে চাঁন মিয়ার লাশ উদ্ধার করে।
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে চাঁন মিয়ার নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রাজিয়া বেগম ও হালিম নামের দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।