টিউবওয়েলের পানি নেওয়া নিয়ে সংঘর্ষে যুবক নিহত
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় টিউবওয়েলের পানি নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রনোয়ার হোসেন (২৫) ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছে। আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নোয়াগড় গ্রামের এক শিশু রোববার বিকেলে স্থানীয় একটি টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় আরেক শিশু তাকে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে নূরুল ইসলাম এবং চুনু মিয়ার গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে রনোয়ার হোসেন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রনোয়ারের বড় ভাই আনোয়ার হোসেনকে (৪০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।