টিসিবির পণ্য যাচ্ছিল ‘খোলাবাজারে’, আটক করল জনতা
নড়াইল সদর উপজেলায় টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে নিয়ে যাওয়ার অভিযোগে পণ্যসহ ভ্যানটি আটক করেছে স্থানীয় জনতা। উপজেলার আউড়িয়া ইউনিয়নের মাদ্রাসাবাজারে গতকাল সোমবার রাতে এসব পণ্য আটক করা হয়।
পণ্যগুলোর মধ্যে রয়েছে ৭৭ কেজি ডাল ও ৫০ কেজি চিনি।
স্থানীয়দের অভিযোগ, গতকাল রোববার সন্ধ্যার পর আউড়িয়া ইউনিয়নের টিসিবির ডিলার খান গোলাম মোস্তফার কাছ থেকে দোকানে বিক্রির জন্য এসব মালামাল নিয়ে যাচ্ছিলেন ইউনিয়ন পরিষদের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্বাস আলী ও মিজানুর রহমান। ওই সময় ভ্যানটি আটক করে পুলিশে খবর দিলে উদ্ধার করা মালামাল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।
এ বিষয়ে ইউপি সদস্য আব্বাস আলী ও মিজানুর রহমান বলেন, ‘বিক্রি শেষে এ মালামাল ফেরত যাচ্ছিল। আমরা জনগণের কাছে টিসিবির নির্ধারিত মূল্যে এসব মালামাল বিক্রির জন্য ডিলারের কাছ থেকে কিনে রেখে দিয়েছি।’
টিসিবির ডিলার খান গোলাম মোস্তফা বলেন, ‘এক ইউনিয়নের মাল অন্য জায়গায় বিক্রির কোনো বিধান না থাকায় আমি নির্ধারিত মূল্যে ইউপি সদস্যদের কাছে বিক্রি করি।’
এরই মধ্যে নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস টিসিবির এসব পণ্য চুরির অভিযোগ তদন্ত করছেন। তদন্ত চলতে থাকায় এ বিষয়ে তিনি কথা বলেননি। অভিযোগ প্রমাণিত হলে জানানো হবে বলে জানান তিনি।
আউড়িয়া ইউপির চেয়ারম্যান এস এম পলাশ বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট সবার বক্তব্য নিয়েছেন। তদন্তের পর জানা যাবে যে, কে দোষী। দোষী হলে শাস্তির ব্যবস্থা প্রশাসনই করবে।’
আউড়িয়া ইউনিয়নে গতকাল রোববার সারা দিন কার্ডে টিসিবির পণ্য বিক্রি হয়। সন্ধ্যায় বেচে যাওয়া পণ্য ডিলারের কাছ থেকে কিনে নেন দুই ইউপি সদস্য। এ ঘটনাকে কেন্দ্র করে দোষীদের বিচারের দাবিতে এলাকায় উত্তেজনা চলছে।