টুঙ্গিপাড়ায় সাবেক পৌর মেয়রের বাড়িতে ডাকাতি, আটক ৩
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইলিয়াস হোসেনের বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোর রাত ৪টার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার কেড়াইলকোপা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আটকরা হলেন- খুলনার বটিয়াঘাটা উপজেলার আওয়ারা গ্রামের মহসিন শেখের ছেলে নাজমুল (২৯), বাগেরহাটের তারাইখালী গ্রামের নাসির (২৮) ও তার আপন ভাই সোহেল (২৬)।
ভুক্তভোগী মো. ইলিয়াস হোসেন বলেন, শনিবার ভোর ৪টার দিকে ১০ থেকে ১২ সদস্যের একদল ডাকাত দেশিয় অস্ত্র নিয়ে বাসার দ্বিতীয় তলার বেলকনি দিয়ে কক্ষে প্রবেশ করে। প্রথমেই গামছা দিয়ে আমার হাত বেঁধে ফেলে। পরে আলমারির চাবি নিয়ে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যাওয়ার সময় শোরগোল পেয়ে স্থানীয়রা প্রথমে এক ডাকাতকে ধরে ফেলে। এরপর বিভিন্ন জায়গা থেকে আরও দুই ডাকাতকে ধরে ফেলে। পরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আড়াই লাখ টাকা উদ্ধার হয়েছে। তিন ডাকাতকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও চলছে।’