ট্রাক-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
নরসিংদীর মাধবদীতে মালবাহী ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাছুম মিয়া (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী-মাধবদীর সীমান্তবর্তী এলাকা কান্দাইল বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাছুম মিয়া কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। তিনি পিকআপভ্যানের চালক ছিলেন।
স্থানীয়রা জানায়, আজ ভোরে নরসিংদী থেকে একটি মালবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর কান্দাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক মাছুম নিহত হন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, দুর্ঘটনাটি মাধবদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। এ ব্যাপারে আড়াইহাজার থানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।