ডিআরইউর নেতৃত্বে মিঠু-হাসিব
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে নজরুল ইসলাম মিঠু সভাপতি ও নূরুল ইসলাম হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সহসভাপতি পদে ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক পদে শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ কাফি নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক পদে তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে কামাল মোশারেফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন, অপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু নির্বাচিত হন।
নির্বাচনে সাতটি সদস্য পদে সর্বোচ্চ (৮২১) ভোট পেয়ে এনটিভির সিনিয়র করেসপনডেন্ট হাসান জাবেদ এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন।
বাকি ছয় নির্বাচিত সদস্য হলে মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, মো. আল আমিন, এস কে রেজা পারভেজ। তবে সাত নম্বর সদস্য পদে তানভীর আহমেদ ও মোহাম্মদ ছলিম উল্ল্যাহ (মেজবাহ) সমান ভোট পান।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ ভবনের নসরুল হামিদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ডিআরইউর ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগহণ।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন।
ডিআরইউর বর্তমান সদস্য সংখ্যা এক হাজার ৮৭১ জন, এর মধ্যে ভোটার সংখ্যা এক হাজার ৭২২ জন। নির্বাচনে মোট এক হাজার ৪৫৪ জন ভোট দিয়েছেন।