ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সামনের ট্রাকের সঙ্গে ধাক্কায় পেছনের ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার সমষপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আলিম সরদার (৩৩)। তার বাড়ি সাতক্ষীরার কাশিমপুরে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহফুজ রেভেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্টেশন ইনচার্জ জানান, পণ্যবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সমষপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সামনে থাকা রডবোঝাই অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পণ্যবাহী ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ভেতরে আটকা পড়েন চালক আলিম সরদার।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চালক আলিমকে উদ্ধার করেন। পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।