‘তরুণের হাটের’ ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘তারুণ্যের উৎসব’
‘তারুণ্যের আলোয় দূর হোক অন্ধকার’—এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ‘তরুণের হাট’ সংগঠনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘তারুণ্যের উৎসব’ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ধনবাড়ী সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
প্রতি বছরের মতো এবারও মুক্তিযোদ্ধা, কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী।
এ সময় কৃষিমন্ত্রী তাঁর বক্তব্যে তরুণদের উদ্দেশে বলেন, “আমরা বলেছি, ‘তারুণ্যই শক্তি, তারুণ্যই সমৃদ্ধি’। আগামী দিনে তোমরা তরুণদের এমনভাবে উদ্বুদ্ধ করবে, এমনভাবে অনুপ্রাণিত করবে, তারা যেন এই দেশটাকে গড়ার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত হয়। তারা যেন সুনাগরিক হয়, আলোকিত মানুষ হয়, এই আশাবাদ ব্যক্ত করে ‘তরুণের হাট’ আগামী দিন আরো সুন্দর অনুষ্ঠান করবে। আর আমাদের তরুণদের দেশ গড়ার এবং দেশকে সুন্দর করার সংগ্রামে উদ্বুদ্ধ করবে।”
আবদুর রাজ্জাক আরো বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। এ জন্যই বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও গুরুত্ব দিচ্ছে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আজকের তরুণ সমাজই উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ পরিচালনা করবে। তাই তরুণ সমাজকে দেশপ্রেমে জাগ্রত হতে হবে। প্রতিটি গ্রামই হবে আমাদের শহর। দেশ এখন উন্নয়নশীল, সেই সঙ্গে মানুষের জীবনযাত্রার মানেরও উন্নয়ন হয়েছে।’
স্বেচ্ছাসেবী সংগঠন তরুণের হাটের উপদেষ্টা রাসেল আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, চলচ্চিত্র অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমী, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সিদ্দিকা, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সংগঠনের অন্যতম উপদেষ্টা জাহিদ হাসান সুমন, অ্যাডভোকেট সোলায়মান হোসেন, সোহেল রানা, শিবলী সাদিক সৌরভ প্রমুখ।