তিন একর পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তিন একর পুকুরে বিষ দিয়ে প্রায় ১২ লাখ টাকার মাছ নষ্ট করার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়—উপজেলার কৈট্টা এলাকায় প্রশিকা মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে গতকাল শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তেরা পুকুরে বিষ ঢেলে দেয়।
প্রশিকার জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় প্রশিকার পক্ষ থেকে মো. নজরুল ইসলাম নামের এক কর্মী সাটুরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেছেন—প্রশিকা থেকে বহিষ্কৃত কয়েক জন পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে।
এ ব্যাপারে নাজিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এখনো প্রশিকার অন্য পুকুর লিজ নিয়ে মাছের ব্যবসা করে আসছি। আমিও এক সময় প্রশিকার মাছ সেক্টরে চাকুরি করতাম। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এধরনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম জানান, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’