তৃতীয় স্ত্রীর কামড় ও লাথিতে স্বামীর মৃত্যু
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তৃতীয় স্ত্রীর কামড় ও লাথির আঘাতে কিতাব আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার ইছাদীঘি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী হামিদা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার ইছাদীঘি গ্রামের নিহত কিতাব আলী ভাঙারির ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ জানান, সোমবার বিকেল ৩টার দিকে কিতাব আলীর সঙ্গে তাঁর স্ত্রী হামিদা আক্তারের ঝগড়া হয়। সে সময় কিতাব স্ত্রীকে মারতে থাকেন আর স্ত্রী কিতাবকে কামড়াতে থাকেন। একপর্যায়ে হামিদা স্বামী কিতাব আলীর অণ্ডকোষে লাথি মারেন। এ সময় কিতাব আলী মাটিতে লুটিয়ে অচেতন হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির বলেন, লাশের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। নিহত কিতাব আলীর আগের ঘরের মেয়ে বাবলি আক্তার বাদী হয়ে সৎমা হামিদা আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। সেই মামলায় হামিদা আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।