দিন-দুপুরে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরবে দিন-দুপুরে অস্ত্রেরমুখে জিম্মি করে পথচারী এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার দুপুরে ভৈরব বাজার জামে মসজিদের উত্তরদিকের চিপা রাস্তায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারী শহরের কমলপুর বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী আব্দুর রহমানের স্ত্রী রাশেদা বেগম।
ভুক্তভোগী রাশেদা বেগম জানান, জামে মসজিদের উত্তর পাশের চিপাগলি দিয়ে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে অস্ত্র ঠেকিয়ে একটি গলার চেইন, কানের দুল, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেট, নগদ চার হাজার টাকাসহ ভেনিটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তিনি শহর ফাঁড়িতে এ বিষয়ে একটি অভিযোগ করেন।
অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেন শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির।
এসআই মনিরুজ্জামান মনির জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে অস্ত্র প্রদর্শনের বিষয়টি দেখা না গেলেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।