দুদক দুর্নীতি দমন ও প্রতিরোধ দুই কাজই করে : মো. আক্তার হোসেন
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি দমন ও প্রতিরোধ দুটিই করে, বলেছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। আজ সোমবার (২২ মে) সকালে চট্টগ্রাম বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটরিয়াম চত্বরে এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তরুণদের দুর্নীতি-বিরোধী মঞ্চ ‘সততা সংঘ’র ব্যানারে এই সমাবেশের আয়োজন করে দুদক।
মো. আক্তার হোসেন বলেন, ‘দুর্নীতি দমন ও প্রতিরোধ দুটি কাজই করে দুদক। আমরা মনে করি, তরুণ প্রজন্মের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। আইন প্রয়োগ করে দুর্নীতি সহনীয় পর্যায়ে আনা সম্ভব নয়। সামাজিক আন্দোলন দরকার। তাই আমরা ২৭ হাজার ৬২৯টি সততা সংঘ করেছি। করোনার কারণে অনেক কাজ করতে পারিনি। অনেক সততা স্টোর চালু করা যায়নি। সততা স্টোর পূর্ণোদ্যমে চালু করা হচ্ছে।’
একই অনুষ্ঠানে দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খানও বক্তব্য দেন। তিনি বলেন, ‘দুদক কোনো শ্রেণি-পেশার মানুষকে টার্গেট করে তদন্ত করে না। দুদক সব ধরনের, এমনকি সাধারণ মানুষের অবৈধ উপার্জনের বিষয়েও তদন্ত করে। দুর্নীতি দমন দুদকের একার কাজ নয়। আমাদের জনবল আছে এক হাজার ২০০-এর মতো। আরও এক হাজার ২০০ জনবল নেওয়ার সুযোগ আছে। এই আড়াই হাজার কর্মী দিয়ে ১৭ কোটি মানুষের দুর্নীতি রোধ করা সম্ভব নয়।’
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যেকোনো মূল্যে জয়ী হওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরাজিত হওয়ার মানসিকতা থাকতে হবে। জীবনে শর্টকাট পথে সাফল্য আসে না। সৎ থাকতে পারা অত্যন্ত কঠিন বিষয়। সৎপথে চলা কঠিন। সেই কঠিনকে ভালোবাসতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী। অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন সততা সংঘের পরামর্শক মোস্তফা হাসান মজুমদার। স্বাগত বক্তব্য দেন দুদকের পরিচালক মো. মাহমুদ হাসান।