দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত প্রবাসফেরত জাহেদ মারা গেছেন
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আবু জাহেদ অবশেষে মারা গেছেন। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৩) বিকেল ৫টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
জাহেদের চাচাতো ভাই মোহাম্মদ নুরুচ্ছফা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাটিয়ালপাড়ায় সাতগড় ছড়ার ব্রিজের পাশে সঙ্ঘবদ্ধ একদল দুর্বৃত্ত আবু জাহেদকে ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছিল। পরবর্তী সময়ে তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় আহত আবু জাহেদকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাঁর স্বজনরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দিলে সেখানকার চিকিৎসক তাঁকে আইসিইউতে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৫টাযর দিকে তাঁর মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, প্রতিপক্ষের হামলায় আহত কৃষক মারা গেছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে গত শনিবার মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।