দুর্যোগের সুযোগে রোহিঙ্গারা যেন সারা দেশে ছড়িয়ে না পড়ে : স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্যোগের সুযোগে রোহিঙ্গারা যেন সারা দেশে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে, মোখার কারণে বিপদের শঙ্কা থাকলে তাদের আরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। আজ শনিবার (১৩ মে) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত তেজগাঁও মহিলা কলেজের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রবল ঘূর্ণিঝড় মোখাকে কেন্দ্র করে রোহিঙ্গারা যাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বের হতে না পারে, এ জন্য সজাগ আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘূর্ণিঝড়টি যদি মিয়ানমারের বদলে বাংলাদেশ অংশে আঘাত হানে, তখন রোহিঙ্গাদের নিরাপদ জায়গায় নেওয়া হবে।’
‘দুর্যোগের সুযোগে রোহিঙ্গারা যেন সারা দেশে ছড়িয়ে না পড়ে’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় মানুষকে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেন্টমার্টিন থেকে প্রায় সব মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। সেন্টমার্টিনে কী ধরনের ঝড় হবে, সেই নির্দেশনা ওই এলাকার বাসিন্দাদের দেওয়া হয়েছে, তাদেরকে সচেতন ও নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’