দেশে একটি খেলা এখন সময়ের অপেক্ষা : শামীম ওসমান
টাঙ্গাইলে গোপালপুরে আওয়ামী লীগের এক সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বিএনপির উদ্দেশে বলেছেন, ‘দেশে একটি খেলা এখন সময়ের অপেক্ষায়। সেই খেলা হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তির এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধপক্ষের শক্তির।’
গোপালপুর উপজেলার সরকারি সূতি ভিএম পাইলট হাইস্কুল মাঠে গতকাল সোমবার বিকেলে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘একাত্তর, পঁচাত্তর এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার খুনিরা সবাই এক। এরা দেশে আবারও খুনখারাপির খেলা শুরু করেছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারাও খেলায় নামবে। সেই চূড়ান্ত খেলায় খুনিরা পরাস্ত হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আবারও জয়লাভ করবে।’
উপজেলা আওয়ামী লীগের এ সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল মোমেন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যাচারের রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে খুন আর গুমের রাজনীতি।’
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।