দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদল ও জাসদ ছাত্রলীগের মানববন্ধন
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ পরিবহণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল ও জাসদ ছাত্রলীগের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ছাত্রদল আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সময় জেলার সরকারি কলেজের সামনে জাসদ ছাত্রলীগ আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ বাবু। মানববন্ধনে জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে, জাসদ ছাত্রলীগের মানববন্ধন সমাবেশ চলাকালে পুলিশি বাধার মুখে পড়ে সমাবেশকারীরা। পরে জাসদ নেতাদের মধ্যস্থতায় জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবুলের বক্তব্যের মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই মানববন্ধন শেষ হয়।
উভয় মানববন্ধনে বক্তারা দেশব্যাপী হঠাৎ করে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি জ্বালানি তেল, পরিবহণ ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিরোধ করার দাবি জানান।