নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে ১২ কৃষক আহত
চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে ব্যাপক গুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১২ জন স্থানীয় কৃষক। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী-কেশুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন আবদুল মালেক (৫০) নুরুল হাসান (৫০) ফয়েজ আহমদ (৬২) আবু তাহের (৩৮) মোহাম্মদ কাওছার (২৬) রুহুল আমিন (৬০) ও মোহাম্মদ মানিকসহ (২০) অন্তত ১২ জন।
স্থানীয়দের বরাত দিয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আজ সকালের দিকে শঙ্খ নদীর ড্রেজিং প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কেশুয়া এলাকায় যন্ত্রপাতি স্থাপন করে। এ সময় গ্রামের বেশকিছু কৃষক একত্রিত হয়ে তাদের বাধা দেন । আর এতেই বাধে বিপত্তি। মুহূর্তেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন গ্রামবাসীর ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন কৃষক আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, ‘চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নদীর বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সাতজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধদের দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।’
গুলির ঘটনায় তাঁতী লীগের সাবেক নেতা রুহুল্লাহ চৌধুরী বিষয়টি অস্বীকার করে বলেছেন, ‘সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আমি এ ঘটনায় কোনোভাবেই জড়িত নই।’
এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন আরও বলেন, ‘চরতীতে মারামারি হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’