নবজাতকটির সব আছে, শুধু মাথার খুলিটি নেই!
নাটোরের গুরুদাসপুর উপজেলায় মাথার খুলিবিহীন এক শিশুর জন্ম হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে অস্ত্রপচারের মাধ্যমে জন্ম হয় ছেলে শিশুটির।
শিশুটি সুস্থ্য থাকলেও বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক আমিনুল ইসলাম সোহেল।
শিশুটির পরিবার জানায়, শুক্রবার রাতে উপজেলার বৃকাশো গ্রামের কৃষক এমদাদুল হকের স্ত্রী নাসরিন বেগমের প্রসব বেদনা শুরু হয়। উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। চিকিৎসক আমিনুল ইসলাম সোহেল অস্ত্রপচারের মাধ্যমে শিশুটির জন্ম দেন।
জন্মের পর দেখা যায় শিশুটির মাথায় খুলি নেই। বিষয়টি জানাজানি হলে হাসপাতালে চাঞ্চল্য সৃষ্টি হয়।
মা ও শিশু চিকিৎসাধীন এবং সুস্থ্য আছে বলে জানান শিশুটির বাবা এমদাদুল হক।
তবে চিকিৎসক আমিনুল ইসলাম সোহেল জানান, শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন। তা না হলে বাঁচানো কষ্টকর হয়ে উঠবে।