নলছিটিতে চাঁদাবাজির মামলা থেকে সাংবাদিককে খালাস
ঝালকাঠির নলছিটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাংবাদিক মু. মনিরুজ্জামান মুনিরকে চাঁদাবাজির একটি মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. খায়রুল ইসলাম মামলার রায়ে তাকে খালাসের আদেশ দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আক্কাস সিকদার।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ আগস্ট নলছিটি উপজেলার জুরকাঠি গ্রামের যুবক মো. সবুজ হাওলাদার ঝালকাঠি আদালতে সাংবাদিক মনিরুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি নালিশি মামলা করেন। আদালত নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নলছিটি থানায় ৩০ অক্টোবর মামলাটি লিপিবদ্ধ করা হয়।
সাংবাদিক মনিরুজ্জামান মুনির বলেন, আদালতে সাক্ষ্যগ্রহণের সময় বাদী যথাযথ প্রমাণ দিতে পারেননি। সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় বিচারক মামলা থেকে আমাকে খালাস দেন।