নাটোরে ভারতীয় মুদ্রা ও ২৫ কেজি রুপাসহ আটক ২
নাটোরে ভারতীয় মুদ্রা (রুপি) এবং ২৫ কেজি রুপাসহ দুজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলার গুরুদাসপুরে একটি প্রাইভেট কারে তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় এক লাখ ৭০ হাজার রুপি ও রুপা জব্দ করা হয়।
আটক হওয়া দুজন হলেন—ময়মনসিংহের মোখলেছুর রহমান ও গাইবান্ধার নাজমুল হক। তাঁরা মুদ্রা ও মূল্যবান সামগ্রী পাচারচক্রের সদস্য বলে দাবি করেছেন নাটোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মতিয়ার রহমান।
আজ রোববার মতিয়ার রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল শনিবার রাতে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজায় চেকপোস্ট বসায়। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালায় দলটি। এরপর ভারতীয় রুপি ও রুপাসহ ওই দুজনকে আটক করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জানান, আটকের মোখলেছুর ও নাজমুলকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।