নাটোরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১
নাটোরের বাগাতিপাড়ায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার হিজলী এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৩ জুলাই স্থানীয় কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ওই এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে কৌশলে পার্শ্ববর্তী নিজ বাড়িতে নিয়ে যায় আব্দুস সালাম। সেখানে শিশুটিকে ধর্ষণ করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। দীর্ঘদিন পর আব্দুস সালাম এলাকায় ফিরে এলে তাকে দেখে ওই শিশুটি ভয় পেয়ে চিৎকার করতে থাকে। মায়ের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত হলে থানায় অভিযোগ করেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা থানায় একটি অভিযোগ করেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’