নারায়ণগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ীর নাম মো. শাহজাহান। গতকাল বুধবার সন্ধ্যায় আটিগ্রাম এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শাহজাহান উত্তর আজিবপুর এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সন্ধ্যায় এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। দুর্বৃত্তরা তাঁকে লোহা জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।