নারায়ণগঞ্জে আহতদের দেখতে ঢামেকে টুকু
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের বাধায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। তিনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। একইসঙ্গে বলেন, ‘হামলা করে, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না।’
আজ সকালে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু রোড দুই নম্বর রেল গেইট এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়ায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শাওন (২৪) নামে একজন নিহত ও অনেকে আহত হন।
বিএনপিসূত্রে জানা যায়, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যুবদলসূত্রে জানা যায়, খবর পেয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু দাবি করে বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ র্যালিতে পুলিশ গুলি করে যুবদল নেতাকে হত্যা করেছে, অনেককে আহত করেছে।’
টুকু আরও বলেন, ‘হামলা করে, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না।’