নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জ সদরের এক নম্বর গেট এলাকায় বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল আরও একজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত ১০ জনকে ঢামেকে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ১০ বছর বয়সি অজ্ঞাত পরিচয়ের এক শিশু আজ সোমবার ভোরে মারা যায়। এ নিয়ে নিহতের সংখ্যা দাড়াল তিন জনে। আর, এখনও নয় জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারেকে ২৫ হাজার এবং আহতদের চিকিৎসার জন্য ১০ টাকা করে অনুদান দেওয়া হবে।
এদিকে, জেলা প্রশাসেনর তিন সদস্যের তদন্ত কমিটি আজ থেকে কাজ শুরু করবে। তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ স্টেশনে প্রবেশ করার মুখে এক নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি রেললাইনে দাঁড়িয়ে ছিল। বাসে অল্পসংখ্যক যাত্রী ছিল। চলন্ত ট্রেনটি বাসকে ঠেলে ৪০ থেকে ৫০ হাত দূরে নিয়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ট্রেনটির কোনো ক্ষতি হয়নি। রেললাইনেরও কোনো ক্ষতি হয়নি।
দুর্ঘটনার পর ঢাকা থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে প্রথমে বাগিগুলো নিয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিনটিও ঢাকায় চলে যায়।