নারায়ণগঞ্জে বিএনপির ৬ নেতা কারাগারে, প্রতিবাদে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নাশকতার মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি।
আজ মঙ্গলবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে জামিন চাইলে ছয় জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
২০২২ সালে মহাসড়ক অবরোধ করে জনমনে আতঙ্ক সৃষ্টি, ককটেল বিস্ফোরণ, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সোনারগাঁও থানায় আজারুল ইসলাম মান্নানসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়। হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর সে জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে জামিনের আবেদন করলে আদালত ছয় জনকে কারাগারে পাঠান নির্দেশ দেন। বাকি ১২ জনকে জামিন দেন।
এই জামিন আদেশ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবুল ইউসুফ খান টিপুর নেতৃত্বে খানপুর হাসপাতাল সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়াসহ বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং সব কারাবন্দি নেতাকর্মীর মুক্তি দাবি করেন।