নিখোঁজের ১৮ দিনেও মেলেনি কিশোরী তানজিলার খোঁজ
নওগাঁর রাণীনগর উপজেলা থেকে নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মেলেনি তানজিলা বানুর (১৬)। রাণীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন মেয়েটির বাবা শামছুর রহমান প্রামানিক। তারপর পেরিয়েছে ১৫ দিন। মেয়েকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। নিখোঁজ তানজিলার বাড়ি উপজেলার ভেটী গ্রামে।
তানজিলার বাবা শামসুর রহমান জানান, গত ৪ জানুয়ারি আনুমানিক রাত ৮ টার দিকে মেয়েকে রাতের খাবার খেতে ডাক দেওয়া হয়। এ সময় তার সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন, তানজিলা ঘরে নেই।
তখনই তিনি প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। এরপর মেয়ের সন্ধান পেতে রাণীনগর থানায় সাধারণ ডায়েরি করেন।
তানজিলার খোঁজ কেউ পেলে ০১৭২৬-১৫৯৩০৭ মুঠোফোনে জানানোর অনুরোধ জানিয়েছেন শামছুর রহমান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ‘থানায় ডায়েরি হওয়ার পর থেকে আমরা মেয়েটির সন্ধানের জন্য চেষ্টা করছি। এখনো সন্ধান পাওয়া যায়নি। আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করছি দ্রুত মেয়েটি খুঁজে পাওয়া যাবে।’