নিখোঁজের ১৫ দিনেও খোঁজ মিলেনি কলেজ অধ্যক্ষের
সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১৫ দিনেও খোঁজ মেলেনি সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের (৩৬)। গত ১৩ জুলাই মঙ্গলবার আশুলিয়ার রূপায়ন মাঠ বেরন ছয়তলা এলাকার নিজ বাসা থেকে তিনি তিনি নিখোঁজ হন।
নিখোঁজ মিন্টু চন্দ্র বর্মণ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের শর্ত বর্মণের ছেলে।
মিন্টু চন্দ্র নিখোঁজের ঘটনায় গত ২২ জুলাই আশুলিয়ার থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর ছোট ভাই দীপক চন্দ্র বর্মণ। কিন্তু আজও তাঁর কোনো খবর মেলেনি।
নিখোঁজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মিন্টু চন্দ্র বর্মণ গত ১৩ জুলাই আশুলিয়ার রূপায়ণ মাঠ বেরন ছয়তলা এলাকার নিজ বাসা স্বপ্ন নিবাস থেকে নিখোঁজ হন। এরপর থেকে তাঁর কোনো খবর পওয়া যাচ্ছে না। নিখোঁজের দিন থেকে তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরে তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাটে খোঁজ করা হয়। কোনোভাবেই এখনও তাঁর কোনো সন্ধান মিলছে না।
এদিকে, নিখোঁজের খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন তাঁর বৃদ্ধ বাবা-মা।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, ‘নিখোঁজ মিন্টু চদ্র তাঁর দুই বন্ধুর সঙ্গে দুই বছর আগে ভাড়া বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানটি শুরু করেন। তাঁর এক বন্ধুকে ফোনে পাওয়া যাচ্ছে আরেকজনের নাম্বার এখন বন্ধ। অধ্যক্ষের সর্বশেষ অবস্থান ছিল বিমানবন্দর হাজি ক্যাম্প। এসব বিষয় তদন্ত করে তাকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।