‘নিখোঁজ’ তিন বোন উদ্ধার, ‘যশোরে বাবার কাছে গিয়েছিলেন’
রাজধানীর আদাবর থেকে নিখোঁজ তিন বোনকে যশোরের কোতোয়ালী থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি রাতে জানিয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদুজ্জামান। তিনি বলেন, উদ্ধার করে তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তারা এখন পথে রয়েছে।
তিন বোন যশোর কেন গেল এমন প্রশ্নের জবাবে মো. শাহেদুজ্জামান বলেন, ‘শুনেছি, ওই মেয়েদের বাবা থাকেন যশোর। সেজন্য যেতে পারে। তবে, এ বিষয়ে ওই তিন নিখোঁজ শিক্ষার্থীর মুখ থেকে ঢাকায় এনে বিস্তারিত জানতে হবে।’
আগামীকাল শনিবার দুপুর ১২টায় তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন বলেও জানান ওসি।
নিখোঁজের ঘটনায় গতকালই আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন কিশোরীদের খালা সাজিয়া নওরীন। নওরীনের দাবি, তারা তিন জন বাসা থেকে বের হওয়ার সময় ব্যাগ নিয়ে বের হয়েছিল। ব্যাগের মধ্যে প্রয়োজনীয় বই-খাতা, পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডও নিয়ে গেছে।
জিডিতে বলা হয়, নিখোঁজ তিনজনই তাঁর বড় বোনের মেয়ে। তাদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন এসএসসি পরীক্ষার্থী। গতকাল বেলা ১১টার দিকে তারা বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তাদের আর কোথাও পাওয়া যাচ্ছিল না।