নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, মহাসড়ক অবরোধ
নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। আজ সোমবার উপজেলার জৈনা বাজার এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
এলাকাবাসী জানায়, আজ সকাল হতে ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় জড়ো হতে থাকে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা নিরাপদ সড়কের দাবিতে ‘বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দিতে থাকে। এ সময় তারা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য জৈনা বাজারসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানায়। একপর্যায়ে বেলা ১১টার দিকে তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু করে।
এ সময় শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে তাদের সঙ্গে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা যোগ দেয়।
এ কর্মসূচি পালনকালে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কের যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাসসহ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের দানি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দেন। তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে প্রায় ঘণ্টাখানেক পর মহাসড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বভাবিক হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অর্ধসহস্রাধিক মিলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া মহাসড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে হাটবাজার ও মার্কেট। এসব প্রতিষ্ঠানের লাখ লাখ কর্মী ও এলাকাবাসীসহ শিক্ষার্থীরা প্রতিনিয়ত যানবাহনে চড়ে ও হেঁটে চলাচল করে। অথচ ওই মহাসড়কের যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এতে হতাহত হচ্ছে বহু মানুষ।
গত শুক্রবার দুপুরে জৈনাবাজারের ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির ডাম্প ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মোখলেছুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার ছেলে স্থানীয় ফরিদপুর মডেল একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র ফয়সাল আহমেদ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। স্কুলছাত্রের মৃত্যুর খবরটি আশপাশের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই এলাকায় স্পিড ব্রেকার নির্মাণ ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে।
এ বিষয়ে স্থানীয় গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মাদবর বলেন, শিক্ষার্থীদের দাবিটি যৌক্তিক। উপজেলার বিভিন্ন মিটিংয়ে দীর্ঘদিন ধরে জৈনাবাজারের ইউটার্ন এলাকায় সড়ক দুর্ঘটনা এড়াতে গতিরোধকের দাবি জানিয়ে আসছি। অথচ অদ্যবধি কোনো সমাধান হয়নি।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, মহাসড়কে গতিরোধক দেওয়ার কোনো নিয়ম নেই। তবুও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করা হবে। তিনি মহাসড়কে চলাচলকারী পথচারী, যাত্রী ও চালকদের সচেতন হওয়ার আহ্বান জানান।