নীলফামারীতে চার প্রতিষ্ঠানের ৪২ হাজার টাকা জরিমানা
নীলফামারীর ডোমারে চার প্রতিষ্ঠান থেকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে দুটি খাবার হোটেল ও দুটি ডেন্টাল কেয়ার থেকে জরিমানার এই টাকা আদায় করা হয়।
ডোমার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, ফেন্সি ও রুবাইয়া নামক ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডেন্টাল কেয়ার স্থাপনে যথাযথ নিয়ম এবং সেবার মান ঠিক না থাকায় এই জরিমানা করা হয়।
এদিকে আলম ও সুমন হোটেলে অভিযান চালিয়ে সুমনের কাছ থেকে দশ হাজার ও আলম হোটেল থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল হক।
অস্বাস্থ্যকর পরিবেশ ও খাওয়ার অযোগ্য দ্রব্যাদি পাওয়ায় এই জরিমানা করা হয় বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল হক।