নীলফামারীতে ট্রেন দুর্ঘটনা : হতাহতদের পরিবারের পাশে উপজেলা পরিষদ
গতকাল বুধবার সকালে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে নীলফামারী সদর উপজেলা পরিষদ। দেওয়া হয়েছে ৮০ হাজার টাকা, শুকনো খাবার ও কম্বল। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানী এলাকায় গিয়ে পরিবারগুলোকে এ সহায়তা দেওয়া হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, গতকাল সকালে ট্রেন দুর্ঘটনায় দারোয়ানী লেভেল ক্রসিংয়ে মারা যান উত্তরা ইপিজেডের চার নারী শ্রমিক। এ সময় আহত হন অটোচালকসহ পাঁচজন। হতাহত পরিবারগুলোকে উপজেলা পরিষদের তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়। এ ছাড়া প্রতি পরিবারকে দুটি করে কম্বল ও শুকনো খাবার দেওয়া হয়।
হতাহতদের পরিবারকে সহায়তা প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার, ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী প্রমুখ।
উপজেলা পরিষদ জানায়, নিহত শেফালি বেগম, রুমি আকতার, সাহেরা বেগম ও মিনারা বেগম এবং গুরুত্বর আহত নাসরিন আকতার, কুলসুমা আকতার ও অহিদুল ইসলামের পরিবারকে ১০ হাজার করে এবং আহত রওশন আরা ও মিনা পারভীনের পরিবারকে পাঁচ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে।