নীলফামারী হাসপাতাল থেকে ৫ নারী চোর আটক
নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে পাঁচ নারী চোরকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে চুরি হওয়া মোবাইল ফোনসেটসহ তাদের আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ।
আটক হওয়া নারীরা হলেন বগুড়া জেলার ধুনট এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী রিয়া (১৮) ও জিয়ানুর রহমানের স্ত্রী মুক্তা (১৯), জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সাগরের স্ত্রী নূপুর (১৯) ও একই এলাকার নুরুল ইসলামের স্ত্রী সাবিনা (২৫) এবং হযরতের স্ত্রী আম্বিয়া (২৫)।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু আল হাজ্জাজ বলেন, কয়েক দিন আগে থেকে হাসপাতালে চুরির খবর আসছিল। আজও হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা চার নারী রোগীর মোবাইল ফোন চুরির খবর আসে।
বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ গতিবিধি সন্দেহ হওয়ায় এই পাঁচ নারীকে আটক করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনসেট পাওয়া যায়। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।