নেত্রকোনায় ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক
নেত্রকোনা মডেল থানা পুলিশ শনিবার দিনগত রাতে জেলা শহরের রাজুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় মডেল থানায় মামলা হয়েছে।
আজ রোববার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
এ সময় অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন।
আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী হলেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ফারাঙ্গাচর (পানতিরিশা চুনতি) গ্রামের মো. মনির উদ্দিন (২৭) ও নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামের আবুল খায়ের মঈন ফারুক ওরফে রাসেল (৪৬)।
পুলিশ জানায়, নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজারে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইয়াবা চালান হস্তান্তর করা প্রক্রিয়া চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওসি খন্দকার শাকের আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও নেত্রকোনা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ মনির উদ্দিন ও আবুল খায়ের মঈন ফারুককে আটক করা হয়। পুলিশ মনির উদ্দিনের দেহ তল্লাশি করে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের তিন হাজার ৪০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশের এসআই আশরাফুজ্জামান বাদী হয়ে আটক হওয়া দুজনের বিরুদ্ধে আজ সকালে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, জেলায় মাদকের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। চট্টগ্রাম থেকে এই মাদক নেত্রকোনায় নিয়ে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।