নেত্রকোনায় বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা
নেত্রকোনার সীমান্ত এলাকায় স্থানীয় জনসাধরণের জন্য আজ মঙ্গলবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সদর দপ্তরের চিকিৎসা শাখার নির্দেশনায় ভারপ্রাপ্ত সেক্টর মেডিক্যাল অফিসার, ময়মনসিংহের তত্ত্বাবধানে নেত্রকোনা ব্যাটালিয়ন-৩১ বিজিবি চারুয়াপাড়া বিওপি এ চিকিৎসাসেবা দেয়। ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ৭১৫ জন অসহায় দুস্থ ও দরিদ্র জনসাধারণের মধ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে আজ এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়ার উপস্থিতিতে স্টাফ অফিসার, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চিকিৎসকেরা এলাকার ৭১৫ জন অসহায় দুঃস্থ ও দরিদ্র জনসাধারণকে এ চিকিৎসাসেবা দেন।
এ সময় অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, লোরাটিডিন, প্যারাসিটামল, সেফিক্সিম, সেফ্রাডিন, অমিপ্রাজল, ডক্সিসাইক্লিন এবং ওআরএসসহ সর্বমোট ৬৫টি গ্রুপের ১৮ হাজার ৫০০টি ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ও অয়েনমেন্ট রোগীদের মধ্যে ব্যবস্থাপত্রসহ বিতরণ করা হয়।