নেত্রীর সিদ্ধান্ত অমান্যকারীরা কখনো নৌকায় চড়তে পারবেন না : নানক
যাঁরা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবেন, তাঁরা কখনো আওয়ামী লীগের নৌকায় চড়তে পারবেন না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।
বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে হুঁশিয়ারি করে ও ক্ষোভ জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তবে নেত্রী যাকে চূড়ান্তভাবে মনোনীত করবেন, তারপর অভ্যন্তরীণ কোনো কোন্দল থাকতে পারে না। যারা আওয়ামী লীগ করবেন, তাদের সবাইকে নেত্রীর সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করতে হবে। দলকে নিয়মশৃঙ্খলার মধ্যে আনতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের নৌকায় আর চড়তে পারবে না। যারা বিদ্রোহ করবেন, প্রতিবাদ করবেন তারা দলের সদস্য পদ আর পাবেন না।’
শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র পদপ্রার্থী নির্মলেন্দু চৌধুরীর নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গণসংযোগ করেন।