নড়াইলে ৭ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
নড়াইলে সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রথম রমজানে আজ শুক্রবার (২৪ মার্চ) নড়াইল শহরের রূপগঞ্জ ও লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, রমজান মাসের প্রথম দিনে জেলা শহরের রূপগঞ্জ বাজার এবং লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা বাজারে মুদি, কাঁচাবাজার ও মুরগির দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তাদের মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের এ অভিযান চলবে। জনস্বার্থে রমজান মাসজুড়ে আমাদের কড়া নজরদারি থাকবে।’