পদ্মায় ট্রলারডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার
রাজবাড়ীর পদ্মা নদীতে পাথরবোঝাই ট্রলারডুবিতে নিখোঁজ চার শ্রমিকের মধ্যে আজ দুপুরে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন মো. নুরুজ্জামান (৪০) এবং আব্দুল শেখ (৪৩)।
রাজবাড়ীর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শওকত আলী জোয়াদ্দার জানান, ঘটনাস্থল থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়। একইসঙ্গে অপর দুজনের লাশ খুঁজে না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর দুপুরে পাবনার কাজীরহাট থেকে ট্রলারে পাথারবোঝাই করে রাজবাড়ীর গোদার বাজার ঘাটে আসছিল। পথে সদর উপজেলার অন্তরমোড় এলাকায় পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। এতে চার শ্রমিক নিখোঁজ হন।