পদ্মা-মেঘনায় ৭ ড্রেজার-বাল্কহেড জব্দ, আটক ১৬
চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে নৌপুলিশ। এ সময় দুটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ করা হয়। আর এ কাজে যুক্ত ১৬ জনকে আটক করেছেন নৌপুলিশ সদস্যরা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত পদ্মা-মেঘনার রাজরাজেশ্বর, আলুরবাজার, শরীয়তপুরের ঘোষেরহাটসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক ও ড্রেজার-বাল্কহেড জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের নৌপুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বলেন, জাতীয় সম্পদ রক্ষায় নৌপুলিশ সব সময় সচেষ্ট আছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আর যারা আটক হয়েছে, তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।
নৌপুলিশ জানায়, চাঁদপুর নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামানের নির্দেশক্রমে চাঁদপুর ও শরীয়তপুর জেলার ঘোষেরহাট নৌথানা ও তিনটি ফাঁড়ির পুলিশ সদস্যরা পদ্মা-মেঘনায় অভিযান চালান। এ সময় আলুরবাজার, রাজরাজেশ্বর, মিনি কক্সবাজার, সফরমালীসহ শরীয়তপুরের ঘোষেরহাট এলকায় অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ করা হয় এবং ১৬ জনকে আটক করা হয়।
অভিযানে চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, আলুরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এস এম সিরাজুল ইসলাম, নরসিংহপুর ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) লুৎফুর রহমান ও হরিণা ফাঁড়ির সিরাজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।