পদ্মা সেতুতে মোটরসাইকেল চালাতে মানতে হবে যেসব নির্দেশনা
অবশেষে স্বপ্নের পদ্মা সেতুতে বিভিন্ন শর্তসাপেক্ষে মোটরসাইকেল চলাচলের অনুমতি মিলেছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) একনেকের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এ ঘোষণা দেন।
মানতে হবে যেসব নির্দেশনা
পদ্মা সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে চলবে মোটরসাইকেল। স্পিড লিমিট ঘণ্টায় থাকবে ৬০ কিলোমিটার। এছাড়া ওভারস্পিড বা লেন না মেনে মোটরসাইকেল চালালে জরিমানার মুখে পড়তে হবে। কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল চলতে পারবে না। নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে।
গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে যেসব শর্তের কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে, নির্ধারিত টোল দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হতে হবে। মোটরসাইকেলের জন্য নির্ধারিত টোল বুথ ও নির্ধারিত লেন ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই নির্ধারিত লেন পরিবর্তন করা যাবে না।
সেতুতে ওভারটেকও করা যাবে না। চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না। চালকসহ সর্বোচ্চ দুজন মোটরসাইকেলে চড়তে পারবেন।
এসব শর্ত প্রতিপালন করে পদ্মা সেতু ব্যবহারের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। শৃঙ্খলা না মানলে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।