পদ্মা সেতুতে রেল ট্র্যাক স্থাপন কাজের উদ্বোধন
পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুতে রেল ট্র্যাক স্থাপনের কাজ উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেতুর জাজিরা প্রান্তে তিনি এ কাজের উদ্বোধন করেন।
রেলমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর রেল সংযোগ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রকল্পের ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজের অগ্রগতি ৬৬ শতাংশ এবং মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি ৫২ শতাংশ।’
এ ছাড়া কাজের ফিন্যান্সিয়াল অগ্রগতি ৬৮ শতাংশ এবং ফিজিক্যাল অগ্রগতি ৭০ শতাংশ বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এই মূল্যায়ন কনসালটেন্ট গ্রুপের, তবে চায়না কনস্ট্রাকশন গ্রুপের মূল্যায়ন অনুযায়ী কাজের অগ্রগতি আরও অনেক বেশি।’
এর আগে রেলমন্ত্রী মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা সেতুর রেল ট্র্যাক স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে তিনি কাজের অগ্রগতি পরিদর্শনে সেতুর মাওয়া প্রান্ত থেকে গাড়িবহর নিয়ে জাজিরা প্রান্তের উদ্দেশে রওনা হন। এ সময় পদ্মা সেতু প্রকল্পের রেল অংশের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।