পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরে আনন্দ শোভাযাত্রা
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা হওয়ার কথা থাকলেও তা বৃষ্টির কারণে জনসমাবেশে পরিণত হয়। আজ বুধবার সকালে বৃষ্টি মাথায় করে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে ব্যানার, ফেস্টুন হাতে উল্লাস প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী সংসদ সদস্য শাজাহান খান, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাজাহান হাওলাদার প্রমুখ।