‘পরকীয়ার’ জেরে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ, আটক ৪
যশোরের শার্শায় মনিরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার নাভরণ কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ওই গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির ভাড়াটিয়ার স্ত্রীর সঙ্গে নিহত যুবকের পরকীয়ার সম্পর্ক ছিল।
নিহত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ শুক্রবার ভোরের দিকে হঠাৎ পাশের বাড়ির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে থাকে। এক পর্যায়ে মোটরসাইকেলের নিচে চাপাপড়া অগ্নিদগ্ধ এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির নিচতলায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন এনজিও কর্মী সাইদুর রহমান। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। সাইদুর রহমানে স্ত্রী বিথী খাতুনের সঙ্গে নিহত মনিরুলের পরকীয়ার সম্পর্ক ছিল বলে প্রতিবেশীরা দাবি করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়ার স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।