পরিত্যক্ত মর্টার শেলেই গাইবান্ধার বিস্ফোরণ
গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, গোবিন্দগঞ্জের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জঙ্গি তৎপরতা বা নাশকতার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনাটি ঘটেছে।
গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন এসপি মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে এসপি মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিস্ফোরণের ঘটনা তদন্ত করেছে অ্যান্টিটেররিজম ইউনিটের বিস্ফোরক বিশেষজ্ঞ দল। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কাজ শুরু করেন তাঁরা। এরই মধ্যে বিস্ফোরণস্থলে নতুন বিস্ফোরকের সন্ধান পেয়েছে দলটি। কোনো নাশকতা বা জঙ্গিবাদ নয়, পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনাটি ঘটেছে।
এসপি আরও বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়কার পরিত্যক্ত মর্টার শেল মাটি খননকালে পেয়ে বাড়িতে আনা হয়েছে। পরে তা কাটার সময় বিস্ফোরিত হয়েছে।
এসপি আরও জানান, বর্তমানে এডিসি রহমতুল্যা চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের বিশেষজ্ঞ দল বিশেষ ব্যবস্থায় মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে। ঘটনাস্থলে র্যাব, পুলিশ, সিআইডি কাজ করছে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আশপাশের বাড়িঘরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির তিন নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।