পাবনায় এক প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক করোনা আক্রান্ত
সারা দেশে যখন করোনার প্রকোপ কমছে তখন পাবনার বেড়ায় একই প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের করোনা আক্রান্ত হওয়ার পর প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
নগরবাড়ী ঘাট সংলগ্ন রাজনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের করোনায় আক্রান্ত শিক্ষকরা হলেন সহকারী শিক্ষক শামীমা আক্তার (৩২) মহব্বত আলী (৩৫) ও ইফফার আরা (৩৮)।
বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুর আলী সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন বলেন, ‘১৪ নভেম্বর পরীক্ষা করে শিক্ষক শামীমা পারভীনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে ১৬ নভেম্বর স্কুলের বাকি সাত শিক্ষক পরীক্ষা করতে গেলে আরও দুইজন শিক্ষক মহব্বত আলী ও ইফফাত আরার পজিটিভ রিপোর্ট আসে। এ খবর জানাজানির পর শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। তাই উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনায় স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
করোনা আক্রান্ত শিক্ষিকা শামীমা আক্তার বলেন, ‘করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ এলে ছুটি নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছি। এখন শারীরিকভাবে কিছুটা ভালো লাগছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান বলেন, ‘তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার পরে তারা বিদ্যালয়ে ছুটির আবেদন করেছিল। আপাতত বিদ্যালয় বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে।’
শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘স্কুলের আটজন শিক্ষকের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। পর্যাপ্ত শিক্ষক থাকায় বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ করা ঠিক হবে না। নির্দেশনা দেওয়া আছে যেই করোনা আক্রান্ত হোক তিনি যেন স্কুলে না আসেন। কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে তাদের। দ্রুত স্কুল খুলে দেওয়া হবে।’
পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ‘আমি সঠিকভাবে বিষয়টি সম্পর্কে অবগত নই। জেলার শিক্ষা বিভাগ এ সম্পর্কে ভালো বলতে পারবেন। করোনা থেকে আমরা এখনও নিরাপদ নই। এটা প্রতিরোধে আরও কঠোরতা অবলম্বন করতে হবে।’