পাবনায় বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
ঢাকা-ঈশ্বরদী রেলপথের পাবনার ভাঙ্গুড়ায় বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন পাকশী রেলওয়ের সহকারী প্রকৌশলী শিপন আলী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মালবাহী ট্রেনটি বড়াল ব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ জোরে শব্দ হয়। তারপর পেছনের ১০টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। একটি বগি কাত হয়ে যায় এবং বিচ্ছিন্ন বগির একটি চাকা লাইন থেকে পড়ে যায়।
এদিকে, চাটমোটর স্টেশনে ঢাকাগামী ‘লালমনি এক্সপ্রেস’ এবং উল্লাপাড়া স্টেশনে রাজশাহীগামী ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন আটকে রয়েছে।
বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের বুকিং ক্লার্ক মামুন এনটিভি অনলাইনকে বলেন, ‘পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত এ পথে কোনো ট্টেন চলাচল করতে পারছে না। আমরা তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। উদ্ধারকারী ট্রেনটি এখনও এসে পৌঁছায়নি। উদ্ধারকারী ট্রেন আসার পর বগি দুটি উদ্ধারের চেষ্টা করা হবে।' তবে ঠিক কত সময় লাগবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে তা তিনি বলতে পারেননি।
পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, 'খবর পেয়ে আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। দ্রুতই উদ্ধার কাজ শুরু হবে।'