পিরোজপুরে অস্ত্র-গুলিসহ আটক ১
পিরোজপুরের ভান্ডরিয়ায় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তির নাম রাজিব (৩০)। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। রাজিব বরগুনা সদর উপজেলার আমতলারপার এলাকার বাসিন্দা।
পিরোজপুর পুলিশের গোয়েন্দাসূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ১১টা থেকে জেলা গোয়েন্দা শাখার (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ফোর্স নিয়ে অভিযানে নামেন। রাতভর চলে এ অভিযান। পরে আজ বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে নদমুলা ইউনিয়নের একটি ব্রিজের কাছ থেকে রাজিবকে আটক করা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের এস আই মো. দেলোয়ার হোসাইন জসিম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় অস্ত্র আইনে মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর পুলিশের গোয়েন্দা শাখার (উত্তর) পরিদর্শক মো. জাকারিয়া।
মামলার নথি থেকে জানা গেছে, রাজিবের বিরুদ্ধে বরগুনা সদর থানায় দুটি মাদক, একটি নারী শিশু এবং চারটি গুরুতর জখমসহ হত্যার চেষ্টা মামলা আদালতে বিচারাধীন আছে।