পিরোজপুরে দিনমজুরকে কুপিয়ে হত্যা
পিরোজপুর সদর উপজেলায় হাসান শেখ (৩৫) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার টোনা ইউনিয়নের পূর্ব টোনা গ্রামে নিজ বাড়ি থেকে আজ রোববার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত হাসান শেখ পূর্ব টোনা গ্রামের মৃত ছোবাহান শেখের ছেলে।
হাসানের মামা শামসুল হক জানান, আজ রোববার সকালে হাসানের বাড়িতে স্থানীয় এক ডাব ব্যবসায়ী ডাব কিনতে আসেন। তখন হাসানকে তাঁর ঘরের সামনে থেকে ডাকাডাকি করলেও সারা শব্দ না পেয়ে জানালায় উঁকি দেন তিনি। এ সময় তিনি দেখতে পান, হাসান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরে বিষয়টি সবাইকে জানানো হয়। হাসানের গলা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
এরপর বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও গ্রাম পুলিশকে জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, ঘটনাটি শোনার পরপরই পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এ ছাড়া মামলা প্রক্রিয়াধীন।